কোথায় কখন কিভাবে !

নাপিত্তাছড়া
বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত মিরসরাই পাহাড়ি রেঞ্জের অনেকগুলো ট্রেইলের ভিতর ১টি হল নাপিত্তাছড়া ট্রেইল। এই ট্রেইলের অবস্থান মিরসরাই উপজেলার নয়দুয়ার বাজার এলাকায়। ঝিরিপথের এই ট্রেইল ধরে এগিয়ে গেলে একে একে দেখা মিলবে মোট ৪টি ঝর্ণার। মূলত এই ট্রেইলের শেষ ঝর্ণাটি পর্যটকদের কাছে বেশি পরিচিত নাপিত্তাছড়া ঝর্ণা হিসেবে।…

সহস্রধারা ঝর্ণা ২
বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত সীতাকুন্ড উপজেলার ছোট দারগার হাট নামক স্থানে এই ঝর্ণার অবস্থান। তাই এই ঝর্ণাকে কেউ কেউ ছোট দারগার হাট ঝর্ণা নামেও চেনে। এই ঝর্ণায় পৌছাতে হলে আপনাকে কৃত্রিমভাবে বাঁধ দিয়ে তৈরী ১টি লেক পার হতে হবে। অপরূপ সৌন্দর্যমন্ডিত এ লেকটির নাম সহস্রধারা লেক।…

নিঝুম দ্বীপ
নিঝুম দ্বীপ বাংলাদেশের নোয়াখালি জেলার অন্তর্গত হাতিয়া উপজেলা থেকে ২ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে অবস্থিত। এ দ্বীপের পূর্বনাম ছিল চর ওসমান। তবে কেউ কেউ একে ইছামতির চর নামেও ডাকতো। কারণ এ চরে একসময় প্রচুর পরিমাণে ইছা মাছ পাওয়া যেত। ইছা মাছ হল চিংড়ির স্থানীয় নাম। ২০০১ সালের ৮ এপ্রিল বাংলাদেশ সরকার এ দ্বীপকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। নোনাপানি বেষ্টিত এ দ্বীপ কেওড়া গাছ ও হরিণের অভয়ারণ্য।…